পোস্টগুলি

এনকাউন্টার

ডে কাডেন্স – ডেকাডেন্স । নিজের মনে মনেই আওড়ায় সুনির্মল । প্রায়ই এরকম হয় । মন খারাপ লাগে । চোখ কান বুজে ছোটবেলা থেকেই চলতে শেখেনি – সুনির্মল । একটু অন্য রকম হলেই আবেগতাড়িত হয়ে পরে । নিজেকে সংযত করার চেষ্টা করে । কিন্তু হয় না । মাথাটা গরম হয়ে যায় । কান দুটো লাল । জোরে জোরে নিঃশ্বাস পড়তে থাকে । বুক ধড়পড় করে । ঠাঁটিয়ে একটা চড় মারতে ইচ্ছা করে । ঘটনাটা এমন কিছু না- ও বটে- আবার হ্যাঁ - ও বটে । যে যেভাবে দেখে । যে ভাবে ভাবে । সুনির্মল অন্যরকম - হয়ত বা- তাই না বলে পারে না-- ---এই যে ভাই --- চলন্ত অটোতে বার বার থু থু ফেলছ- যে কোনও সময়ে আমার গায়ে এসে পড়বে তো---! --- লাগলে বলবেন । ---- মানে ! ? কি বলতে চাইছ ? ---- তা- কি করব ? ----মানে ? ---- মানে থু থু টা মুখে এসে গেলে কি করব ? এমন একটা জবাব ! সুনির্মল কি করবে বুঝতে পারে না । প্রচণ্ড রাগ হয়। কথা হারিয়ে যায় । এর কি উত্তর হতে পারে ! চড় মারবে ? ইডিয়ট ননসেনস -- এসব বলবে ? কিংবা শুয়োরের বাচ্চা-বাড়ীতে শিক্ষা পাওনি ? পাশের লোক দুটো মুচকি হাসছে   ! আশ্চর্য ! সব মিলিয়েই
সাম্প্রতিক পোস্টগুলি